খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুর ফুলবাড়ী মহাসড়কের চুনিয়া পাড়ায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষে একজন নিহত হয়েছে। এসময় ইজিবাইকের দুই যাত্রী আহত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টার সময় সদর উপজেলার ৫ নং শশরা ইউনিয়নের চুনিয়া পাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইজবাইক চালক শহরের কসবা বিশত পাড়া এলাকার আদিবাসী সৌরভ হেমরম (৩৫)। তিনি জোসনা হেমরনের ছেলে।
আহতরা হলেন- কসবা সহকারী সেটেলমেন্ট অফিস বাগানের বাসিন্দা মো. সাইফুল ইসলামের ছেলে মোহাম্ম জনি (৩৫) ও একই এলাকার আবুল কাশেমের ছেলে মো. তাজিম উদ্দিন (৪০)। তারা দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, বিকাল ৩টার দিকে সৌরভ হেমরমের ইজবাইক নিয়ে পাঁচবাড়ী এলাকা থেকে শহরের দিকে আসছিল। পথে দিনাজপুর ফুলবাড়ী মহাসড়কের চুনিয়া পাড়ায় ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই চালক সৌরভ হেমরম মারা যান। ইজিবাইকটি পুরোপুরি ও বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পরে আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি মুতিউর রহমান দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা