প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৫, ৫:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১, ২০২৫, ৬:৩৫ অপরাহ্ণ
দিনাজপুরে বিএনপির কার্যালয়ে আগুন, দোষীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর: শুক্রবার দিবাগত রাতে দিনাজপুরের কাহারোল উপজেলার সদরে আব্দুল মোড়ল মার্কেটে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপজেলা শাখা দলীয় কার্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ বিষয়ে উপজেলা শাখা বিএনপি‘র সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা জানান, উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুনে আসবাবপত্রসহ সব মূল্যবান জিনিষপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এ দিকে এ ঘটনায় দিনাজপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনকে ৪৮ ঘণ্টার মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে সঠিক কারণ খুঁজে বের করার জন্য আল্টিমেটাম বেঁধে দিয়েছেন।
এ প্রসঙ্গে কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন বলেন, ‘আমি নিজেই সরেজমিনে উপজেলা শাখা বিএনপির দলীয় কার্যালয় পরিদর্শন করেছি। অগ্নিকাণ্ডের বিষয়টি আমরা তদন্ত করে দেখছি ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো কিছুই বলা যাচ্ছে না।’
এ দিকে আজ শনিবার দুপুর ২টার দিকে দিনাজপুর জেলা বিএনপি‘র সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মুরাদ আহমেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মো. মুন্নাফ মুকুল, বীরগঞ্জ বিএনপির সভাপতি মো. মনজুরুল ইসলাম, কাহারোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো. শামীম আলীসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা