খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর : দিনাজপুরে বিএনপি-জামায়াতের বিচার করা হবে বলে উল্লেখ করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা উন্নয়নশীল দেশ থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে চান। স্মার্ট বাংলাদেশের সব সুযোগ-সুবিধা দেশের মানুষই পাবে। আর বিএনপি-জামায়াত তাদের আন্দোলনে ব্যর্থ হয়ে কোটা আন্দোলনকে পুঁজি করে দেশের উন্নয়নকে ধ্বংস করার চেষ্টা করছে।
সোমবার দিনাজপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
হুইপ ইকবালুর রহিম বলেন, মেট্রোস্টেশন, পদ্মা সেতু ভবন, বিটিভি ভবন, সাবমেরিন ক্যাবলসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে গান পাউডার দিয়ে জ্বালিয়ে দিয়েছে। সেই অগ্নিসন্ত্রাস ও নাশকতাকারীদের বিচার করা হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা