খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুরের খানসামায় ভুট্টাক্ষেত থেকে আনিছা বেগম এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ইলিয়াস হাজিপাড়ার পূর্বপাশে একটি ভুট্টাক্ষেত থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ আনিছা বেগম (১৯) খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের দুবলিয়া গ্রামের দোলাপাড়ার মো. মাহফুজ আলমের স্ত্রী এবং ওই ইউনিয়নের ইলিয়াস হাজীপাড়ার মৃত আলমের মেয়ে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আনিছা গত কয়েক মাস ধরে তার বাবার বাড়িতে অবস্থান করছিল। এ বাড়িতে স্বামীর যাতায়াতসহ ফোনে তার যোগাযোগ ছিল। কিছুদিন পূর্বে আনিছার স্বামী তার শ্বশুরবাড়ি থেকে ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। লোকলজ্জায় সে তাদের বাড়িতে না আসলেও ফোনে নিয়মিত যোগাযোগ করতো।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমূল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আনিছার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তার স্বামী পলাতক রয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা