খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত এক আসামিকে ভুয়া নথির মাধ্যমে জামিনে মুক্ত করার অভিযোগে এক কারারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
রোববার (১২ অক্টোবর) দিনাজপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামিউল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেপ্তার কারারক্ষী নিজামুল হক দিনাজপুর জেলা কারাগারে কর্মরত ছিলেন। ঘটনাটি প্রকাশ পাওয়ার পর তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত আসামি আরিফুল ইসলাম, পার্বতীপুর উপজেলার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।
এ ঘটনায় গত শনিবার জেলা ও দায়রা জজ আদালতের নাজির তোফায়েল হোসেন বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি মামলা করেন। ওই রাতেই পুলিশ আরিফুল ইসলাম ও নিজামুল হককে গ্রেপ্তার করে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান জানান, “ভুয়া জামিননামা প্রদর্শন করে কারাগার থেকে আসামিকে মুক্ত করার ঘটনায় আদালতের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।”
তিনি আরও জানান, “গ্রেপ্তার দুজনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।”
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা