খাঁন মো. আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুরে ট্রাক আটকে চাঁদিবাজির সময় তারিকুল ইসলাম (৪০) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা সেনাবাহিনীর হাতে আটক হয়েছে।
বৃহস্পতিবার রাতে মিঠাপুকুর-ফুলবাড়ী রোডে এ ঘটনা ঘটে। রাতেই তাকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে। আটক তারিকুল ইসলাম উপজেলার পশ্চিম রাজাবাসর গ্রামের মৃত মাহমুদুল সরকারের ছেলে এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পার্বতীপুরের সংগঠক।
জানা গেছে, কিছুদিন আগে বড়পুকুরিয়া কয়লাখনির পরিত্যক্ত মালামাল (স্ক্র্যাব) টেন্ডারের মাধ্যমে পায় সেনাবাহিনীর প্রতিষ্ঠান সেনাকল্যাণ সংস্থা। বৃহস্পতিবার সন্ধ্যার পর টেন্ডারকৃত মালামালসহ দুটি ট্রাক গন্তব্যের উদ্দেশে বড়পুকুরিয়া কয়লাখনি থেকে বের হয়। রাত পৌনে ৮টার দিকে ট্রাকটি কয়লাখনি-মধ্যপাড়া সড়করের রসুলপুর নামে স্থানে পৌঁছলে ট্রাক দুটির গতিরোধ করে চাঁদা দাবি করে তারিকুলসহ তার অনুসারীরা।
খবর পেয়ে পার্বতীপুরে দায়িত্বরত সেনা ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারিকুলকে আটক করে। এ সময় পালিয়ে যায় অন্য চাঁদাবাজরা। পরে সেনাবাহিনী ও র্যাব-১৩ এর একটি দল তাকে মডেল থানায় সোপর্দ করে।
এ ঘটনায় সেনাকল্যাণ সংস্থার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি আরিফুল ইসলাম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ প্রায় ১০০ জনকে অজ্ঞাত আসামি করে পার্বতীপুর মডেল থানায় মামলা দায়ের করেন।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা