খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ২২ হাজার পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। জব্দকৃত ট্যাবলেটের বাজার মূল্য প্রায় ৪৪ লাখ টাকা।
মঙ্গলবার রাতে উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের কামদিয়া রোডের করাত কলের পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আইভাঙ্গী গ্রামের আব্দুল মান্নানের ছেলে আবু হায়াত (৩৭), দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার মিতালি গুচ্ছগ্রামের সেকেন্দার আলীর ছেলে আঁখিনূর মিয়া (৩৬)।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম কামদিয়া এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার তাদের দিনাজপুর বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলে ওসি নাজমুল হক নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।