খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: আগামী ২২ ডিসেম্বর দিনাজপুর জেলার খানসামা ও কাহারোল উপজেলায় একদিনের সফরে আসছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
এ সফরের অংশ হিসেবে তিনি খানসামা উপজেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন এবং উপজেলার বিভিন্ন রাস্তা, কালভার্ট ও ব্রিজ পরিদর্শন করবেন। এছাড়াও তিনি খানসামা ও কাহারোল উপজেলায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন।
সফরকালে উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে জনসেবা নিশ্চিত করার বিষয়ে তিনি গুরুত্বারোপ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এ সফর এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে। তার আগমন উপলক্ষে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।