খান মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে একই পরিবারের ৪ জনকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার রাত ১১টায় দিনাজপুর ৪২ বর্ডার গার্ড ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. আহসান-উল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় জেলার বিরল উপজেলার কিশোরীগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ২জন শিশুসহ ৪ জন বাংলাদেশী নাগরিককে বিজিবি টহল দলের সদস্যরা আটক করেছে।
আটককৃতরা হলো, মো. আকরামুজ্জামান (৪২), মোছা. সেলিনা বেগম (৩৫), মোঃ আব্দুল্লাহ আল নাজিব (১৪) ও তাবাসসুম পারভিন (৯), তারা একই পরিবারের সদস্য। তাদের বাড়ি জেলার বিরল উপজেলার কামারপাড়া গ্রামে।
বিজিবি সূত্রটি জানায়, আটককৃত ব্যক্তিদের মধ্যে ৩ জনকে বুধবার বিরল থানায় সোপর্দ করা হবে। একজনের ৯ বছর বয়স হওয়ায় তার চাচার কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা