
খান মোঃ আঃ মজিদ: দিনাজপুর-২ (বোচাগঞ্জ-বিরল) আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ২০১৪ ও ২০১৮ সালের অসহযোগ আন্দোলন ও রাজনৈতিক সংগ্রামে কার কী ভূমিকা ছিল, তা এলাকার বিএনপির নেতা-কর্মী এবং সাধারণ মানুষ ভালোভাবেই জানেন। নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই।
সম্প্রতি কিছু ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় অতি উৎসাহী হয়ে এককভাবে কোনো মনোনয়ন প্রত্যাশীকে নিয়ে চামচামি ও অতিরিক্ত প্রশংসা করে যাচ্ছেন, যা দলের ঐক্য বিনষ্টের ইঙ্গিত দেয়। এ বিষয়ে সচেতন মহলের মতে, এ ধরনের আচরণ অপ্রয়োজনীয় এবং তেলবাজিরই নামান্তর।
সব মনোনয়ন প্রত্যাশীই আমাদের ভাই। দল যাকে চূড়ান্তভাবে মনোনয়ন দেবে, তাকেই নিয়ে সকলে ঐক্যবদ্ধভাবে প্রচার-প্রচারণা চালানো আমাদের কর্তব্য। একক কারো পক্ষ নিয়ে অন্যদের ছোট করে দেখা কোনোভাবেই দলীয় শৃঙ্খলার মধ্যে পড়ে না।
বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান—আসুন, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, বিভেদ ভুলে, ঐক্যবদ্ধভাবে দলের পতাকা উঁচু রাখি। দলীয় স্বার্থে সবাই মিলে কাজ করি এবং দিনাজপুর-২ আসনে বিজয় নিশ্চিত করি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা