এস আই খান:
নরসিংদীর বেলাবতে দিনে দুপুরে মুখে মুখোশ দুই বোরকাওয়ালী এক দোকান থেকে প্রায় ২৪ ভরি স্বর্ণ অলংকার নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।
গতকাল বুধবার দুপুরে উপজেলার বেলাব বাজারের সানজিদা স্বর্ণ শিল্পালয় নামের একটি দোকান থেকে অলংকার দেখার ছলে সিন্দুকে থাকা একটি বক্সে থাকা বিভিন্ন অলংকারের প্রায় ২৪ ভরি স্বর্ণ নিয়ে যায়।
দোকানের মালিক মোঃ জাহাঙ্গীর আলম বলেন,ঘটনার সময় দুইজন বোরকা পড়া মহিলা আমার দোকান আসে অলংকার ক্রয়ের জন্য। এসময় তারা বিভিন্ন বক্সে থাকা গলার চেইন,কানের দুল,নেকলেছসহ বিভিন্ন অলংকার একের পর এক দেখতে থাকে এবং দরদাম করে। এর আগে তারা একের পর এক বিভিন্ন অলংকার দেখতে থাকে। তারা এত বেশি পরিমানে অলংকার দেখছিল ও দাম করছিল আমি কিছুটা বিরক্ত ও ক্লান্ত হয়ে পড়ছিলাম।
এসময় তারা আশি হাজার টাকা দিয়ে আমার দোকান থেকে কিছু অলংকার ক্রয় করে চলে যায়। তারা চলে যাবার পর আমার সন্দেহ হয়। এসময় আমি দোকানে ডিসপ্লেতে থাকা ও সিন্দুকে থাকা স্বর্ণ অলংকার হিসাব করে দেখতে থাকি। এসময় হঠাৎ দেখতে পায় সিন্দুকে থাকা একটি বক্সে গলার চেইন,কানের দুলসহ বিভিন্ন অলংকার ভরা বক্সটি নেই। ওই বক্সের মধ্যে ২৪ ভরি স্বর্ণ অলংকার ছিল। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। এসময় তাৎক্ষণিক দোকান থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় ওই দুই প্রতারক মহিলাকে খুজাখুজি করেও পাইনি।
খবর পেয়ে বেলাব থানা ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বেলাব থানা ওসি মীর মাহবুবুর রহমান বলেন,আমরা শুনে ঘটনাস্থলে এসেছি। এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। এ ঘটনা উৎঘাটনে আমরা কাজ করছি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা