মো. বদরুজ্জামান, স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের বাউসি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে ঘটনাস্থলে এক তরুণ নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৬টায় ধান শুকানোকে কেন্দ্র করে দুই যুবকের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে।
জানা যায়, বাউসি গ্রামের সেবক দাসের ছেলে পলাশ দাস ও একই গ্রামের চান মিয়ার ছেলে শাকিল আহমেদের (২২) মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে পলাশ দাস শাকিলকে আঘাত করলে শাকিল দৌড়ে বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পরে শাকিল হাতে দেশী অস্ত্র বল্লম নিয়ে পলাশকে খুঁজতে থাকে। এসময় পলাশকে না পেয়ে তার ছোট ভাই প্রান্ত দাসকে (২০) পেয়ে পলাশের কথা জিজ্ঞেস করলে প্রান্ত ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে শাকিল তার হাতে থাকা বল্লম দিয়ে প্রান্তকে আঘাত করলে সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় আশপাশের মানুষ জড়ো হলে শাকিল পালিয়ে যায়৷ আহত অবস্থায় প্রান্তকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মনি রানি তালুকদার প্রান্তকে মৃত ঘোষণা করেন।
দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সংবাদ পেয়ে দ্রুত দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন। তিনি বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহতের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা