ওয়াসিম কবির, দিরাই: সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের জাহান পুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৩০ জন।
সোমবার (২৩ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গোলাপ মিয়া ও ফিরুজ মিয়ার লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মসজিদের ফান্ড ও গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ দেখা দেয়। সোমবার খেয়া পারাপারকে কেন্দ্র করে গ্রামের পঞ্চায়েত গ্রুপ ফিরুজ আলীর লোকজনের সাথে গোলাপ মিয়ার লোকজনের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ঘটনায় আহতরা হলেন, সামিয়া বেগম (২০),হুসনা বেগম (৩৫),কাসেম মিয়া (৩৬),সফিক মিয়া (৩৭),নাজির মিয়া (৩৮) সাবু মিয়া (৪০), নাসির মিয়া (৪১), লাল মিয়া (৫৫), সেন্টু মিয়া (৪৫), কামাল মিয়া (৩৫), রাবিয়া বেগম (৩৫)আজিজুল মিয়া (৩৫) সালাতুল বেগম (২৬) আলী আকবর (৫০) মিজান মিয়া (২৯) করমুস মিয়া (২৯), শাহবাজ (৫৬) এরশাদ (৩৩) সরলা বেগম (৪৫)সাক্কল মিয়া (৪৫) রুজেল মিয়া (১২) আশিক মিয়া(৩২) ইসলাম মিয়া (৩৫) সাগর মিয়া (২২) তাহেরা বেগম (২০) জবনুর মিয়া (২২) কাসেম (৩৫) কে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীদেরকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হয়েছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে থেকে পুলিশ অভিযান চালিয়ে টেটা, ঢাল সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা