লক্ষ্মীপুর প্রতিনিধি: ক্ষুদে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর মুখে পবিত্র কোরআন তেলওয়াত ও গজল শুনে মুগ্ধ হলেন লক্ষ্মীপুর পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ্জামান আশরাফ। মধুর কন্ঠে কোরআন তেলওয়াত শুনার সঙ্গে-সঙ্গেই আলোচনা সভা থেকে উঠে। শিশুদের পাশে গিয়ে বসেন। এসময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। এ প্রথম তিনি অন্ধ শিশুদের পাশে বসে কোরআন তেলওয়াত ও গজল শুনছেন।
বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের কালু হাজি সড়কের পাশে অবস্থিত 'আব্দুল গণি দৃষ্টি প্রতিবন্ধী ব্রেইল হাফিজীয়া ও ফোরকানিয়া মাদ্রাসা'য় পরিদর্শনে যান পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ। এসময় শিক্ষার্থীদের মাঝে কম্বলও বিতরণ করেন এবং তিনি খুশি হয়ে জেলা পুলিশের পক্ষ থেকে শিশুদের জন্য ১০ হাজার টাকা অনুদান দেন।
এতে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার কর্মকতা (ডিআইওয়ান) একেএম আজিজুর রহমান মিয়া, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন।
জানতে চাইলে পুলিশ সুপার (এসপি) মাহফুজ্জামান আশরাফ সোনালীনিউজকে বলেন, সত্যিই তিনি মুগ্ধ। শিশুরা চোখে দেখে না, তবুও এতো সুন্দর করে কোরআন তেলওয়াত করে। চমৎকার গজল পরিবেশন করে। তার জানা ছিলো না, জেলা শহরের পাশে দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসা আছে। সবসময় জেলা পুলিশের পক্ষ থেকে এ মাদ্রাসার খোঁজ-খবর রাখবেন বলে এমন প্রতিশ্রুতিও দেন তিনি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা