সুমন চন্দ্র, মুন্সিগঞ্জ প্রতিনিধি: আজ দেশব্যাপী পালিত হচ্ছে কমিউনিটি পুলিশিং ডে ২০২২। তেমনি ভাবে মুন্সিগঞ্জ জেলায়ও এই দিবসটি পালন করা হচ্ছে।
প্রতিবছর অক্টোবর মাসে জনগণকে সঙ্গে নিয়ে এই দিবস টি পালন করে থাকে বাংলাদেশ পুলিশ। পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও অপরাধ দমন এর অন্যান্য কৌশল হিসেবে কমিউনিটি পুলিশ বিশেষ ভূমিকা পালন করছে। পুলিশ সদরদপ্তর জানিয়েছে, দেশের সব জেলা স্বাস্থ্য বিধি মেনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করবে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায় বর্তমানে সারাদেশে মোট ৫৪ হাজার ৭১৮টি কমিটিতে ৯লাখ ৪৭ হাজার ৭০১ জন কমিউনিটি পুলিশের সদস্য হিসাবে কাজ করছেন। তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে ওপেন হাউজ ডে’র মাধ্যমে স্থানীয় সমস্যা নিয়ে মত বিনিময় সভা,দৃশ্যমান পেট্রোল ইত্যাদির মাধ্যমে সমাজের অপরাধ মূলক কর্মকাণ্ড কমিয়ে আনা।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা