যায়যায়কাল প্রতিবেদক : টানা দ্বিতীয়বারের ম সাফ নারী চ্যাম্পিয়নশিপ জিতে নেপাল থেকে দেশে ফিরেছে বাংলাদেশ দল।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সাবিনা খাতুন, ঋতুপর্ণা, মনিকা চাকমারা।
ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে বিমানবন্দরে সংবাদ সম্মেলনও করেছেন মেয়েরা।
বুধবার রাতে কাঠমুন্ডুতে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ২০২২ সালে একই প্রতিপক্ষকে হারিয়ে প্রথমবার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এই আসরের শিরোপা জিতেছিলো বাংলাদেশের মেয়েরা। এবারও দাপট দেখিয়ে নিজেদের শিরোপা ধরে রাখেন তারা।
সাফে সেরা খেলোয়াড় হন ঋতুপর্ণা চাকমা। ফাইনালে তার গোলেই চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
দেশে ফেরা বিজয়ী ফুটবলারদের বরণ করতে বিমানবন্দরে উপস্থিত হয়েছেন বাফুফের শীর্ষ কর্মকর্তারা, উপস্থিত হয়েছেন সাধারণ মানুষও। বিমানবন্দরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাবেন অধিনায়ক সাবিনা খাতুন। পরে ছাদ-খোলা বাসে করে তাদের বাফুফে ভবনে নিয়ে যাওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা