
সুমন আল-মামুন, হরিণাকুণ্ডু, (ঝিনাইদহ): ঝিনাইদহে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর এক অদ্ভুত প্রতিবাদ করেছেন আব্দুর রাজ্জাক মণ্ডল (৪২), পেশায় একজন ইজিবাইক চালক।
নিজের দাবি অনুযায়ী, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর তিনি প্রতীকী দায়মুক্তি হিসেবে এক মণ (৪০ কেজি) দুধ দিয়ে গোসল করেছেন। ঘটনাটি সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামে ঘটেছে।
স্থানীয়রা জানায়, চার বছর আগে রিক্তা খাতুনকে ভালোবেসে দ্বিতীয় বিয়ে করেন রাজ্জাক। সংসার শুরুর পর তিনি স্ত্রীকে স্বর্ণালংকার, নগদ অর্থ এবং গবাদিপশু পর্যন্ত উপহার দেন। প্রথমদিকে জীবন চলছিল স্বাভাবিকভাবে, কিন্তু সম্প্রতি স্ত্রী নতুন কিছু শর্ত দিয়ে সংসার চালানোর দাবি জানালে রাজ্জাক তা মানতে অস্বীকৃতি জানান। ফলে তাদের মধ্যে বিরোধ তীব্র হয় এবং বিচ্ছেদ ঘটে।
বিচ্ছেদের সময় রাজ্জাকের দেওয়া সব উপহার দ্বিতীয় স্ত্রী সঙ্গে নিয়ে চলে যান। এতে মানসিকভাবে ভেঙে পড়েন রাজ্জাক। ক্ষোভ ও হতাশা প্রকাশের পাশাপাশি তিনি নিজেকে দায়মুক্ত মনে করার জন্য দুধ দিয়ে গোসল করেন। এমন অনন্য প্রতিবাদ স্থানীয়দেরও চমকে দিয়েছে।
প্রথম স্ত্রী সালেহা পারভিন বলেন, “দ্বিতীয় বিয়ের পর রাজ্জাক প্রায় সবই দ্বিতীয় স্ত্রীর হাতে দিয়েছেন। শেষ পর্যন্ত সংসার ভেঙে যাওয়ায় আমরা সবাই চরম মানসিক কষ্টে আছি।”
প্রতিবেশী গণজের মিয়া বলেন, “বিচ্ছেদ শুনেছি, কিন্তু দুধ দিয়ে গোসল করে প্রতিবাদ করার ঘটনা আগে কখনো দেখিনি।”
রাজ্জাক নিজেই জানান, “সংসার টিকিয়ে রাখতে যা ছিল সব দিয়েছি। শেষ পর্যন্ত প্রতারণার শিকার হয়েছি। মানসিক কষ্টে এই প্রতিবাদ করেছি—এটাই আমার জন্য দ্বিতীয় বিয়ের দায়মুক্তির প্রতীক।”
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা