মোহাম্মদ মিজানুর রহমান, কর্ণফুলী: সারাদেশের ন্যায় শিশু আছিয়া সহ সারা দেশে চলমান ধর্ষনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম কর্ণফুলী উপজেলাতে। কর্ণফুলী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও কর্ণফুলী নারী শিশু রক্ষা কমিটির পৃথক ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার উপজেলার মইজ্জ্যারটেক চত্বরে এ মানববন্ধনে সর্বস্তরের শিক্ষার্থীদের সাথে যুক্ত হয়েছেন সচেতন নাগরিকরাও। ছাত্র-জনতার আয়োজনে এক বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
জাবেদ ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দক্ষিণ জেলা যুগ্ম সদস্য সচিব সানাউল্লাহ মির্জা, দক্ষিণ জেলা মুখপাত্র মাহবুবা ইলা, নারী ও শিশু রক্ষা টিম সংগঠক ইমরান হোসেন তারা, দক্ষিণ জেলা সংগঠক সিরাজুল ইসলাম, নারী ও শিশু রক্ষা টিম সদস্য বর্ষা, আজিম হাকিম স্কুলের শিক্ষক নূর মোহাম্মদ দৌলত সহ অনেকেই।
আগামী এক মাসের মধ্যে ধর্ষণকারীকে দ্রুত বিচার কার্য শেষ করে শাস্তির দাবি জানান। বক্তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানান এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগের আহ্বান জানান। এছাড়া, সমাজ থেকে বৈষম্য ও নিপীড়ন দূর করতে ছাত্রসমাজকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, “ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। দীর্ঘসূত্রিতা কিংবা রাজনৈতিক প্রভাবের কারণে অপরাধীরা যেন আইনের ফাঁক গলে মুক্তি না পায়, সে বিষয়ে প্রশাসনকে কঠোর হতে হবে।” তারা আরও বলেন, “আমরা চাই, আগামী এক মাসের মধ্যে ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক। নয়তো সাধারণ মানুষ রাজপথে নেমে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা