নিরেন দাস, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে প্রেমিকাকে ডেকে নিয়ে ধর্ষণের দৃশ্য মুঠোফোনে ধারণ করায় প্রেমিকসহ দু’বন্ধুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জেলার পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনা ঘটে। রবিবার সকাল ১০ টার দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আটককৃত যুবক পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের কাকড়া পিংলু (মাগুরা) গ্রামের হামিদুলের ছেলে কামিরুল (২০)।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, শুক্রবার রাতে বাড়ির পাশে ফাঁকা ফসলি মাঠের গভীর নলকূপের ঘরে প্রেমিকা ডাকেন প্রেমিক। ওই স্থানে চলে আসেন প্রেমিকা। ওই প্রেমিকা গভীর নলকূপের ঘরে গিয়ে তার প্রেমিকের সঙ্গে আরও দুইজনকে দেখতে পায়। এসময় তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রেমিকাকে প্রেমিকসহ দুই বন্ধু মিলে ধর্ষণ করে। শনিবার রাতে পাঁচবিবি থানায় মামলা দায়ের করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, এ ঘটনায় ওই কিশোরীর অভিযোগ, তাকে তিনজন মিলে ধর্ষণ করেছে। জিজ্ঞাসাবাদের জন্য কামিরুল নামে একজনকে আটক করা হয়েছে। তার কাছে ধর্ষণের ভিডিও চিত্র পাওয়া গেছে। মামলা দায়ের পরের দিন (রবিবার) সকাল ১০ টার দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা