
যায়যায়কাল প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাসভবনের কাছে মারধরের শিকার সালমা ইসলামকে জুলাই অভ্যুত্থানে হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শুক্রবার সালমাকে আদালতে হাজির করা হলে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের সময় সালমা ইসলাম ধানমন্ডি ৩২ নম্বরে যান। সেসময় সালমা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত দাবি করে তাকে প্লাস্টিকের পাইপ দিয়ে মারধর করেন এনসিপির স্থানীয় এক নারী নেতা।
মারধরের সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। পরে সালমাকে উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ।
শুক্রবার তাকে আদালত হাজির করে গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ধানমন্ডির সাত মসজিদ রোডে শিক্ষার্থী আবু সায়েদ সিয়ামকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। আদালত আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, সাত মসজিদ রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী আবু সায়েদ সিয়ামের পিঠে গুলি করা হয়। এ ঘটনায় গত বছরের ১ ডিসেম্বর ধানমন্ডি মডেল থানায় আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা করেন সিয়াম।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা