নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কমিশনার খন্দকার গোলাম ফারুক ধৈর্য ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য ডিএমপিতে কর্মরত সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। অতীতের মতো ভবিষ্যতেও ডিএমপি’র সদস্যরা ঐক্যবদ্ধভাবে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কমিশনার আজ রোববার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এ আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ঈদের শুভেচ্ছা জানান ডিএমপি কমিশনার।
অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, যুগ্ম ও উপ-পুলিশ কমিশনারগণ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা