

তৌফিক তাপস, নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেরার দুধকুড়ি এলাকা থেকে ইজিবাইক ছিনতাই চক্রের তিন মূলহোতাকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার সকাল সাড়ে ১০টায় র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
গ্রেফতারকৃরা হলেন- বদলগাছী থানার খাদাইল গ্রামের হেলাল হোসেন(৪২), নন্দাহার গ্রামের হেলাল উদ্দিন(৪৪) এবং আদমদিঘী থানার ছাতনী(তালুকদার পাড়া) গ্রামের কালাম তালুকদার(৩৬)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত আসামী হেলাল নওগাঁ ও জয়পুরহাট জেলার দস্যুতা চক্রের মূলহোতা। গত শুক্রবার ভোরে দুধকুড়ি নামক এলাকায় ইজিবাইকে যাত্রি বেশে হেলাল, হেলাল উদ্দিন, কালাম ও আবু হাসানকে ভয় দেখিয়ে জোরপূর্বক ইজিবাইক ছিনিয়ে নেয়। ইজিবাইকের চালক খলিলুর রহমানকে আসামিরা রশি দিয়ে বেঁধে রাস্তার পাশে ধান ক্ষেতে ফেলে দেয়। তার ডাক চিৎকারে ঘটনাস্থলের আশেপাশে এলাকাবাসী চারজন দস্যুকে ঘিরে ফেলে।
র্যাবের টহল দল ঘটনাস্থলে পৌঁছে এলাকার জনগণ নিয়ে আসামি তিনজনকে গ্রেফতার করে। এসময় একজন কৌশলে পালিয়ে যায়। ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করা হয়। এসময় তাদের দস্যুতার কাজে ব্যবহৃত রশি এবং চারটি চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বদলগাছী থানায় একটি মামলা রুজু করা হয়েছে
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা