রানা সরদার, নওগাঁ: যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভির্যের মধ্যদিয়ে বৈষম্যবিহীন নতুন বাংলাদেশের প্রথম ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নওগাঁয় সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য নওগাঁর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষদের ঢল নামে।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ, অন্যান্য সরকারি ও বে-সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে নানা কর্মসূচি। দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।
কর্মসূচির প্রথমেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। পরে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. গাজিউর রহমান, উপজেলা প্রশাসন, পৌর মেয়র, জেলা পরিষদ, জেলা প্রেস ক্লাব,নওগাঁ ইউনাইটেড প্রেস ক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল জানিয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শুক্রবার জুমা নামাজের পর ভাষা শহীদসহ সকল শহীদদের রুহের মাগফেরাত এবং দেশের মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া জেলার ১১টি উপজেলায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উপজেলা প্রশাসন দিবসটি উদযাপন করছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা