মো. মেহেদী হাসান, নন্দীগ্রাম (বগুড়া): পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে অবশেষে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার সকালে নন্দীগ্রাম উপজেলার বাসস্ট্যান্ড বাজার এলাকায় বাজার মনিটরিংয়ে নেমে সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোহান সরকারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় নন্দীগ্রাম বাস্টস্ট্যান্ড এলাকার বিভিন্ন কাঁচাবাজার, মশলার দোকান, মাছ-মাংসের দোকান ও মুদিখানা মনিটরিং করা হয়। পরে নন্দীগ্রাম কলেজপাড়ার ওস্তাদি দধি ভান্ডার নামক মিষ্টান্ন তৈরির প্রতিষ্ঠানে পণ্য মোড়কজাতকরণের নিবন্ধন সনদ, মোড়কের ভেতরে পণ্যের নিট পরিমাণ ও পণ্যের পরিচয় না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ মোতাবেক ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বগুড়ার পরিদর্শক শাহ আলম পলাশ খান।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা