মো. মেহেদী হাসান, নন্দীগ্রাম (বগুড়া): বগুড়ার নন্দীগ্রামে নিম্নমানের ভেজাল সার বিক্রির অপরাধে কীটনাশক দোকান অশোক ট্রেডার্সের ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দোকান মালিক অশোক প্রসাদ উপজেলার রণবাঘা এলাকার বাসিন্দা।
মঙ্গলবার দুপুরে বিভিন্ন বাজারে সার-কীটনাশক দোকানে মনিটরিং করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।
অভিযানে রণবাঘা বাজারের অশোক ট্রেডার্সে ভেজাল সার জব্দ করা হয়। লেবেলে বর্ণিত রাসায়নিক গঠন অপেক্ষা নিম্নমানের উপাদানে ভেজাল সার বিক্রয়ের অপরাধে সার ব্যবস্থাপনা আইনে দোকানির জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হক, অতিরিক্ত কৃষি অফিসার অপূর্ব ভট্টাচার্য্য, কৃষি সম্প্রসারণ অফিসার শর্মিলী ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার জানান, অশোক ট্রেডার্সের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ এবং ভেজাল সার কীটনাশক বিক্রির অভিযোগ রয়েছে। ভবিষ্যতে এমন অপরাধের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা