নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ৩৯তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মোহাম্মদ কায়ছারুল ইসলাম। তিনি ২৪ জুলাই বিকালে সদ্য বিদায়ী জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। এর পূর্বে তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিবের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মোহাম্মদ কায়ছারুল ইসলাম ১৯৭৭ সালের ১ জানুয়ারি সিরাজগঞ্জ জেলায় এক মুসলিম সম্ভ্রান্ত্র পরিবারের জন্মগ্রহণ করেন। তিনি ইংরেজি সাহিত্যে পড়ালেখা করেন। তিনি ২০০৮ সালে ২৭তম বিসিএসে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে যোগদান করেন।
মাঠ প্রসাশনের বিভিন্ন স্তরে সহকারি কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে কাজ করেছেন।
তিনি দেশ বিদেশের বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। তিনি জাপানের ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ টোকিও থেকে ইকোনমিকস ও পাবিলিক পলিসি নিয়ে ডিগ্রি লাভ করেন। ২০১৭ সালে উদ্ভাবনী উদ্যোগে ও নাগরিকের সেবা প্রদানের জন্য মন্ত্রীপরিষদ বিভাগ থেকে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হন।
একই বছর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বিশেষ অবদানের জন্য ডিজিটাল ওয়ার্ল্ড পুরস্কার লাভ করেন।
টাঙ্গাইলের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনে মোহাম্মদ কায়ছারুল ইসলাম সকলের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা