নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: নবীনগরের সাবেক পৌর কাউন্সিলর নিলুফা ইয়াসমিনের করা ডিজিটাল নিরাপত্তা আইনে সাইবার ট্রাইব্যুনালে করা মামলায় নবীনগরের ৫ সাংবাদিককে অব্যাহতি দিয়েছেন আদালত।
মঙ্গলবার চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জহিরুল কবিরের বেঞ্চ তাদের অব্যাহতি দেন।
আসামিপক্ষের আইনজীবী স্বরুপ কান্তি দেবনাথ বলেন, ২০২৩ সালের ৫ জানুয়ারি সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামে দায়ের হওয়া মামলায় গত ২৯ অক্টোবর দুই পক্ষের শুনানি শেষে ৫ সাংবাদিককে আদালত অব্যাহতি দিয়েছেন।
অব্যাহতি পাওয়া পাঁচ সাংবাদিক হলেন, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক সমকালের নবীনগর প্রতিনিধি মাহবুব আলম লিটন, এশিয়ান টিভির নবীনগর প্রতিনিধি জয় বুলবুল, দৈনিক বর্তমানের নবীনগর প্রতিনিধি সফর আলী, নবীনগর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পদক ও ঢাকা নিউজ২৪ ডটকমের সাবেক প্রতিনিধি মমিনুল হক রুবেল, আমার সংবাদের নবীনগর প্রতিনিধি মো: বাবুল মিয়া।
মামলায় বাদী পক্ষে ছিলেন আইনজীবী মো. হাসান রেজা নাজমী ভুইয়া ডেভিড।
উল্লেখ্য, অভিযোগের ভিত্তিতে ‘মুক্তিযোদ্ধার ভুয়া সন্তান সেজে ভাতা উত্তোলন’ শিরোনামে প্রায় ২০/২৫ জন সাংবাদিক তাদের জাতীয় পত্রিকা নিউজটি প্রকাশ করেন। সেই প্রকাশিত সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করা হয়। এ কারণে নবীনগর উপজেলার মাত্র পাঁচ জন সাংবাদিকের বিরুদ্ধে নবীনগরের পৌর কাউন্সিলর নিলুফা ইয়াসমিন গত ২০২৩ সালের ৫ জানুয়ারি সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামে মামলা করেছিলেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা