
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শেখ হাফিজুর রহমান নামে এক যুবলীগ নেতাকে আটক করে গণধোলাই দিয়েছে গ্রামবাসী। বৃহস্পতিবার দিনগত গভীর রাতে উপজেলার মালাই গ্রাম থেকে তাকে আটক করে স্থানীয়রা।
শেখ হাফিজুর রহমান উপজেলার জিনদপুর ইউনিয়নের মলাই গ্রামের মৃত সিদ্দিকুর রহমান এর ছেলে। তিনি উপজেলা যুবলীগের সহ-সভাপতি।
৮ নং ওয়ার্ড সদস্য মাইনুদ্দিন ঝন্টু জানান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি হাফিজুর রহমান বৃহস্পতিবার দিনগত রাতে মালাই গ্রামের স্কুলের পাশে এক প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় গ্রামবাসী হাতেনাতে আটক করে গণধোলাই দিয়েছে। পরে কোনো এক ফাঁকে তিনি পালিয়ে যান।
ওই গ্রামের সাবেক ইউপি সদস্য সোলায়মান জানান, রাত আড়াইটার দিকে গ্রামবাসী ফোন করে যুবলীগ নেতা আটকের বিষয়টি জানায়। আমি ঘটনাস্থলে পৌঁছানোর আগে তিনি পালিয়ে যান।
এ বিষয়ে জানতে উপজেলা যুবলীগের সহ-সভাপতি শেখ হাফিজুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এ বিষয়ে কেউ আমাকে অবগত করেনি।