খাইরুল হাসান, নবীনগর: 'এসো বই পড়ি, পারিবারিক পাঠাগার গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
তৃতীয়বারের মতো ৭১ পাঠচক্র ও গণগ্রন্থাগারের উদ্যােগে, নবীনগর মহিলা ডিগ্রী কলেজের মিলনায়তনে ২১ টি ইউনিয়নের ১২০টি গ্রাম থেকে বাছাই করা ১২০ জন বইপ্রেমীর মাঝে প্রায় ৫ শতাধিক বই বিনামূল্যে বিতরণ করা হয়।
ব্যাতিক্রমী এই অনুষ্ঠানে ৭১ পাঠচক্রের প্রতিষ্ঠাতা পরিচালক কামরুল হুদা পথিকের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মিজানুর রহমান।
সাপ্তাহিক নবীনগরের সম্পাদক আব্বাস উদ্দিন হেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, চ্যানেল আইয়ের নির্বাহী প্রযোজক (বার্তা বিভাগ) শান্ত মাহমুদ, লেখক ও কবি খোন্দকার শাহ আলম, নবীনগর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি আবু কামাল খন্দকার ও সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, নবীনগর রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু, সলিমগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মাওলা খান দীপু, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ কলেজের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, কাইতলা কলেজের জাহিদুল হক জিকো, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি মাসুক হৃদয়, ইংরেজি সাপ্তাহিক দ্য গ্লোবাল নেটের সম্পাদক পিয়াল চৌধুরী মিঠু, কালবেলা প্রতিনিধি শাহনূর খান আলমগীর, আবৃত্তিশিল্পী হামিদুল হুদা স্তেভান প্রমুখ।
বর্তমান সময়ে পাঠক তৈরিতে এধরনের ব্যতিক্রমী উদ্যােগে নিয়মিত পরিচালনা করার আহ্বান জানান আগত অতিথিরা। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা করেন শিল্পীরা।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা