নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মরণে ‘ওস্তাদ আলাউদ্দিন খাঁ কালচারাল কমপ্লেক্স’ করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ হোসেন। তিনি বলেন, ওস্তাদজীর জন্মভূমিতে তার নামে একটি কালচারাল কমপ্লেক্স গড়ে তোলা হবে। এই কালচারাল কমপ্লেক্সের কাজ আগামী সংসদ নির্বাচনের আগেই শুরু হবে।
১৪ জুলাই বিকালে নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় বিএনপির সমালোচনা করে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়। এটি স্বাধীনতাবিরোধীদের আশ্রয়স্থল। দলটি বড় আশা করে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করেও ফায়দা নিতে পারেনি। বিএনপি এখন বিপদে পড়ে গেছে। রাজনীতির সুস্থ ধারায় ফিরে না এলে এরা বিপদ থেকে সহসা বের হতে পারবে না।
সমাবেশে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জাসান মনির, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, জেলা পরিষদের সদস্য ও বর্তমান প্যানেল চেয়ারম্যান নাছির উদ্দিন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সুজিত কুমার দেব, স্থানীয় জাগরণী শিল্পীগোণ্ঠীর সভাপতি সহকারী অধ্যাপক শুক্লা দেব ভট্টাচার্য।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা