নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : আমাকে যদি নমিনেশন দেওয়া হয়। আমি যদি নির্বাচিত হতে পারি, যদি আমার হাতে ক্ষমতা আসে নবীনগরে কোনো অন্যায় কে প্রশ্রয় দেওয়া হবে না।
শনিবার (১৫ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর মহিলা কলেজ মাঠে নবীনগর উপজেলার অবসরপ্রাপ্ত সৈনিক সমাজ কল্যাণ সমিতির ৪৩ বছর পূর্তি ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, সৈনিক পরিবারের সন্তান, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়জুর রহমান বাদল।
তিনি আরো বলেন, আমার একটি দাবি থাকবে সৈনিকের সন্তান হিসাবে, আমি যদি আগামীতে নমিনেশন পাই আমি যখন যে গ্রামে যাবো আপনারা যদি আমার সাথে আসেন আমি অত্যন্ত গর্বিত সম্মানিত হবো। আগামী নির্বাচনে আপনারা আমার পক্ষে ভূমিকা রাখবেন যে যেই দলই করেন। আমি অতিতেও আপনাদের জন্য নবীনগরের উন্নয়নের জন্য বড় বড় ম্যাগা প্রজেক্ট পাঁচ বছরে অনেক চেষ্টা করেছি। আমি অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই এবং আরেকটি কথা বলতে চাই নবীনগরে কোন রকম অন্যায় অত্যাচার এবং সামাজিক বিশৃঙ্খলা হবে না, এটা আমি ব্যক্তিগতভাবে শক্ত হাতে দমন করবো। এখানে কোন অন্যায় কে প্রশ্রয় দেওয়া হবে না, কোন রকম দুষ্টু মানুষ কে প্রশ্রয় দেওয়া হবে না। অতিতেও দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও দেওয়া হবে না।
অত্র সমিতির সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) বীর মুক্তিযোদ্ধা আবু জাহের এর সভাপতিত্বে, অনুষ্ঠানটি উদ্বোধন করেন, সমিতির উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) মো. জি আর জাহাঙ্গীর।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান, ক্যাপ্টেন (অবঃ) রফিকুল ইসলাম, চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ভিপি আব্দুর রহমান, মো. শাাবুদ্দিন,জহির উদ্দিন সিদ্দিক টিটু, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খায়রুল আমিন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সম্পাদক ফরিদ হোসেন , মুফতি শহিদুল হক,কমরেড ইসহাক, উপজেলা যুবলীগ সভাপতি সামস আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন, সালাউদ্দিন বাবু, শামিম কবির, মোস্তফা কামাল, এনামুল হক সরকার, ওমর ফারুক , আব্দুল্লা আল মামুন, নাজমুল হাসান জেমস, খলিলুর রহমান, দুলাল মিয়া, আজিজুর রহামন, নাজিম হোসেন, আব্দুল্লা আল তুষার, এহসান পাঠান, সাইফুর রহমান রকি প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা