নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আউয়াল রবি।গত ইউপি নির্বাচনে নির্বাচিত হবার পর থেকে উন্নয়নমূখী নানা কর্মকান্ডের মাধ্যেমে ইতিমধ্যে তিনি সবার মন জয় করতে সক্ষম হয়েছেন।
এবার ব্যাতিক্রম এক কান্ডে ইউপি চেয়ারম্যান রবিউল আউয়াল রবি প্রশংসা কুড়িয়েছেন সর্বমহলে। জানা গেছে, রবিউল আউয়াল রবি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েক মাস পরই তার বাঙ্গরা অস্থায়ী কার্যালয়ে বাঙ্গরা বাজারের বড় মসজিদের জন্য একটি দান বাক্স রাখেন।
এতে কার্যালয়ে আসা সাধারণ জনগন নিজের ইচ্ছায় বা সেচ্ছায় মসজিদের দান বাক্সে দান করেছেন। এভাবে চলতে থাকে প্রায় ৬ মাস। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান রবিউল আউয়াল রবি ও স্থানীয় উলামায়ে কেরামগণের উপস্থিতিতে দান বাক্সটি খুলে ৩০ হাজার ৫ শত টাকা পাওয়া যায়।
টাকার পরিমাণ টা অনেক বেশি না হলেও ইউপি চেয়ারম্যান রবিউল আউয়াল রবি'র এমন কর্মকান্ডকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
এবিষয়ে ইউপি চেয়ারম্যান রবিউল আউয়াল রবি বলেন, বাঙ্গরা বাজারের বড় মসজিদটি ভেঙ্গে বড় পরিসরে করা হবে, এতে অনেক অর্থের প্রয়োজন। সেই চিন্তা থেকেই আমি দানবাক্সটি মসজিদের নামে আমার অস্থায়ী কার্যালয়ে রেখেছিলাম। আলহামদুলিল্লাহ্, প্রায় ৬ মাসে ৩০ হাজার ৫ শত টাকা পরিমাণ অর্থ দানবাক্স থেকে পাওয়া গেছে।
যারা এ দান বাক্সে দান করেছেন, আল্লাহ্ তাদের সবার দান কবুল করুক, আমিন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা