

শাহিন রেজা টিটু, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে ২ বন্ধুর ছুরিকাঘাতে রাহিম(১৮) নামে এক যুবক নিহত হয়েছে।
রোববার রাত ৯টার দিকে নবীনগর পৌর এলাকার নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার ও ঘটনার সাথে জড়িত ২ জনকে আটক করে নবীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
নিহত রাহিম নবীনগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড নারায়ণপুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে এবং তিনি পেশায় ওয়ার্কশপ মিস্ত্রি ছিলেন।
আটককৃতরা হলেন- একই মহল্লার বাসিন্দা পল্লী বিদ্যুতের ইলেকট্রিশিয়ান জামাল পাশার দুই ছেলে সাকিল(১৮) ও ফারুক(১৬)। তারা পেশায় ইলেকট্রিক মিস্ত্রি।
নিহতের মামা জিয়াউর রহমান বলেন, রাহিমকে পার্টি আছে বলে বাসা থেকে নিয়ে যায় নারায়ণপুর নিউটাউনের জামাল পাশার একটি ঘরে। আচার খাওয়াকে কেন্দ্র করে একপর্যায়ে ছুরি দিয়ে আঘাত করে শাকিল ও মারুফ। তারা রাহিমের মৃত্যুর নিশ্চিত করে। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করে সেনাবাহিনীদের হাতে তুলে দেন।
নবীনগর থানার ওসি মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, কথাকাটাকাটির জেরে রাহিমকে ছুরিকাঘাত করেন তার বন্ধু শাকিল ও মারুফ। তাদের আটক করে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর হত্যার কারণ জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা