খাইরুল হাসান, (নবীনগর) ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিদ্যাকূট ইউনিয়নের মনিপুর গ্রামে বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে দেশীয় কৌশলে টিন কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫/৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
মঙ্গলবার মধ্য রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন আজাদের গ্রামের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
নগদ অর্থসহ ফ্রিজ, টিভি, ওভেন, ব্লেন্ডার মেশিন, গ্যাস সিলিন্ডারসহ যাবতীয় মালামাল এ সময় চুরি করে নিয়ে যায়।
মনিপুর গ্রামবাসীর সাথে কথা বলে জানা যায়, এই গ্রামেরই কিছু চিহ্নিত চোর রয়েছে। যারা নাকি এই গ্রামে বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটিয়েছে। গ্রামবাসী উপজেলা প্রশাসনের নিকট আকুল আবেদন করে বলেন চিহ্নিত চোরদের কঠিন হস্তে দমন করলে আর এ রকম চুরির ঘটনা ঘটবে না।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা