খাইরুল হাসান, নবীনগর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিম ইউপির চিত্রী গ্রামের মাইজ হাটি, কান্দাপাড়া, জালালপুর, দাসকান্দি আবারও তীব্র নদী ভাঙনে ২০ বিঘা জমি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এতে আতঙ্কিত নদীর তীরের সাধারণ মানুষ।
জানা যায়, এনামুল সাহেবের ৫ বিঘা জমি, জীবন মাস্টার ২ বিঘা জমি, সাদ্দাম মিয়া ১ বিঘা জমি, আমির হোসেন ২ বিঘা জমি ভেঙে নদীতে বিলিন হয়ে গেছে। এছাড়া অসংখ্য ঘর বাড়ি, স্কুল-মাদ্রাসা, মসজিদ নদী গর্ভে বিলীন হয়েছে। দ্রুত প্রস্তাবিত বাঁধ নির্মাণের জন্য এলাকার সর্বসাধারণের ভোগান্তি লাঘবে কাজ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী।
সরেজমিনে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী গেলে নদী ভাঙন রোধে পদক্ষেপ নেয়ার জন্য আকুল আবেদন জানান এলাকাবাসী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী বলেন, নদী ভাঙন রোধে প্রস্তাবিত বাঁধের কাজ ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সকলের সাথে যোগাযোগ করছি। আশা করি গ্রামবাসীদের দুর্ভোগ লাগবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর দিবেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা