নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
শুক্রবার সন্ধ্যায় উপজেলা ভূমি অফিসের পশ্চিম পাশে পৌর মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শী ও বাজারের ব্যবসায়ীরা জানান, শুক্রবার বিকেলে উপজেলা ভূমি অফিসের পশ্চিম পাশে পৌর মার্কেটে প্রথমে আগুন দেখতে পান ব্যবসায়ীরা। পরে সেই আগুন দ্রুত বাজারে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আগুন নেভাতে সক্ষম হন। ততক্ষণে কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়দের ধারণা, এই মার্কেটের অটো গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
নবীনগর ফায়ার সার্ভিসের স্টেশন সাব অফিসার মো. শহিদুল্লাহ জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে একটি ফার্মেসি ও তিন-চারটি ডিস্ট্রিবিউটর দোকান পুড়ে গেছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা