নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় কুয়েত প্রবাসী নারী রত্না আক্তারের ওপর হামলা চালিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে রত্না আক্তার বাড়ির পাশ দিয়ে হাঁটার সময় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে বেদম প্রহার করে গলার স্বর্ণের চেইন, কানের দুল এবং কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়।
রত্না আক্তারের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী নবীনগর থানায় মামলা করেছেন বলে জানা গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা