নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শনিবার দুপুরে রতনপুর আবদুল্লাহ উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মো. আলামিনুল হক আলামিন।
রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ জাহিদ হোসেন সাকিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মারুফের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগ সদস্য গোলাম শাহরিয়ার বাদল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাতি অ্যাডভোকেট সুজিত কুমার দেব,ইয়াবের হাসান জামিল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম সোহেল, মাহমুদা আক্তার শিউলী, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সায়েদ, রতনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোকাররম হোসেন, সাবেক ছাত্রনেতা সৈয়দ আইয়ুব, রতনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ রুমেল ও সাধারণ সম্পাদক মামুন আহমেদ সরকার প্রমুখ।
এ সময় সভায় বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা শেষে দোয়া-মোনাজাত ও তাবারক বিতরন করা হয়।
যায়যায়কাল/২৭আগস্ট২০২২/কেএম
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা