সালমান হোসাইন, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বজ্রপাতে মো: সোহাগ মিয়া (২৮) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।সোমবার দুপুরে আশুগঞ্জ উপজেলার লালপুর চরে এ দুর্ঘটনা ঘটে। সোহাগ নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সাতঘরহাটি গ্রামের সালাম মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, সৌদি আরব প্রবাসী সোহাগ মিয়া ছুটিতে দেশে ফিরে ১০ মার্চ ব্রাহ্মণবাড়িয়া সদরের মধ্যপাড়ার মনা মিয়ার মেয়ে বন্যা বেগমকে বিয়ে করেন। সেখানে নতুন বাড়ির কাজও শুরু করেছিলেন তিনি।
সোমবার দুপুরে নিজেদের কয়েকটি মহিষকে ঘাস খাওয়ানোর জন্য নবীনগর উপজেলার বাইশমোজা বাজারের পাশে লালপুর চরে নিয়ে যান। এ সময় ঝড়বৃষ্টি কবলে পরে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সোহাগের। ঝড়বৃষ্টি থাকায় ওই সময় আশপাশে কোনো লোকজন ছিল না। বৃষ্টি শেষে লোকজন চলাচল শুরু হলে মাটিতে সোহাগের লাশ দেখতে পেয়ে তা উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় স্থানীয়রা।
নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। শরীর বজ্রপাতের আঘাতে জ্বলসে গেছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের লোকজনের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা