মমিনুল হক রুবেল, নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার জেলা পরিষদের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়। ২ সেপ্টম্বর সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন স্কুল কলেজের মেধাবী ৫০ জন শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি প্রদান করা হয়।
এইদিন জেলা পরিষদ কর্তৃক এইচ এস সি শিক্ষার্থী ও এস এস সি শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি প্রদান করেন উপস্থিত অতিথিরা।
বৃত্তি প্রদান আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।
জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান নাছির উদ্দিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান,উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক,উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এড.সুজিত কুমার দেব,অধ্যক্ষ ইয়াবের হাসান জামিল,উপজেলা জাসদ এর সাধারণ সম্পাদক সাংবাদিক এম কে জসিম উদ্দিন,সাবেক আওয়ামী লীগ নেতা নিয়াজুল হক কাজল,সফিকুর রহমান,সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম,মোঃ ফিরোজ মিয়া,সাইফুর রহমান সোহেল,ইউপি চেয়ারম্যান আবু মোছা,আল ইমরান,জাকারুল হক,এম আর মজিব,শিক্ষক নেতা আবু কাউছার,উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আবু সাঈদ সহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ সময় প্রধান অতিথি সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল বলেন,আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যোগ্য শিক্ষিত জাতি গঠনে কাজ করে যাচ্ছি। তিনি মনে করেন স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে স্মার্ট নাগরিক গড়ে তুলতে হবে,তাই স্মার্ট নাগরিক গড়ে তুলতে হলে যুগ উপযোগী শিক্ষার কোন বিকল্প নেই। তাই আমাদের সবাইকে একসাথে বাংলাদেশকে আধুনিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে কাজ করতে হবে, মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আমরা রাজনীতি করি মানুষের কল্যাণে, নিরাপদ ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে।
বিভিন্ন বক্তব্যের দাবীর প্রেক্ষিতে অনুষ্ঠানের সভাপতি,জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার বলেন,বাংলাদেশের মানুষকে শিক্ষিত জাতি গড়ে তুলতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুরু করেছিলেন,এরপর দীর্ঘ সময় কেউ কোন ভালো উদ্যোগ নেননি। আবার যখন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসেন তখন তিনি তার বাবার দায়িত্ব পালনের পথে কাজ করে,এখন পর্যন্ত শিক্ষা সংস্কৃতি বিস্তার আধুনিক ভবন,ভালো শিক্ষক নিয়োগ সহ শিক্ষকদের সম্মান বৃদ্ধি, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তারই ধারাবাহিকতায় আজকে এই সুযোগ এসেছে মেধা বৃত্তি প্রদানের।
তিনি নবীনগরের সকল মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের জেলা মেধা বৃত্তি পাওয়ার জন্য আবেদন করতে আহ্বান জানান। সেখানে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন তিনি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা