ওয়াহেদুজ্জামান দিপু,নবীনগরঃ ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের আয়োজনে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক সেমিনার,এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও শেখ হাসিনা একাডেমিক ভবন'র ভিত্তি প্রস্তর স্থাপন বিষয়ক কর্মসূচী শনিবার (১০ সেপ্টেম্বর) ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজে মাঠে অনুষ্ঠিত হয়েছে।
কলেজ প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাকির আহাম্মদ্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ’র সভাপতি ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সাংসদ যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মো.এবাদুল করিম এমপি।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. কামাল উদ্দীন আহামেদ।স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কায়ূম। বিশেষ অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম,জেলা পুলিশ সুপার মো. আনিসুর রহমান, উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির,উপজেলা নির্বাহী অফিসার মো.একরামুল ছিদ্দিক,পৌর মেয়র এডভোকেট শিব সংকর দাস,নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) মো.মোশারফ হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক,নবীনগর থানার ওসি সাইফুদ্দিন মনোয়ার,জেলা আওয়ামীলীগ’র সদস্য গোলাম শাহরিয়ার বাদল,ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,আবু মুছা,উপজেলা যুবলীগের সভাপতি সামস আলম,জেলা ছাত্রলীগের সভাপতি মো. রবিউল হাসান রুবেল সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কৃতি সন্তান সাবেক মন্ত্রী পরিষদের সচিব ড. আকবর আলী খানের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং তার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন কলেজ প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য এবং উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.মিজানুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে ব্যারিষ্টার জাকির আহাম্মদ কলেজ এলাকার শিক্ষা বিস্তারে ব্যাপক ভুমিকা রাখায় প্রতিষ্ঠানটির ভূয়শী প্রশংসা করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা