

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নৌ-সীমানার মানিকনগর মেঘনা নদীর লঞ্চঘাট এলাকা হইতে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় ১০০ কেজি জাটকা
ইলিশ উদ্ধার করেছেন সলিমগঞ্জ নৌ-পুলিশ
রোববার (১৭ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার
মানিকনগর বাজার লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে এ জাটকা ইলিশ উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে সলিমগঞ্জ নৌ-পুলিশের ইনচার্জ এসআই মোঃ কায়সার মাতুব্বর বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রোববার (১৭ মার্চ) পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন স্যারের নির্দেশনায় উপজেলার মানিকনগর বাজার লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এসময় মানিকনগর বাজার বিআইডব্লিউটিএ লঞ্চঘাট পল্টনের উপর থেকে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় ১০০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়। পরে জব্দ করা জাটকা ইলিশ এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা