শাহীন রেজা টিটু, নবীনগর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিম ইউনিয়নের ফতেহপুর হিলফুল ফুজুল হাফিজিয়া মাদ্রাসার ৯ বছরের এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আনোয়ার হুসাইন আনোয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে ওই ছাত্রকে বলাৎকার করার অভিযোগ করেছেন তার মা।
গত শনিবার বাদী হয়ে ভিকটিমের মা থানায় অভিযোগ করেন। এ সময় ভিকটিমের মা জানান, আমার ছেলে ভয়ে এত দিন আমাদের কোনো কিছু বলে নাই। পরে জানতে পেরে শিক্ষক আনোয়ার হুসাইনের বিরুদ্ধে নবীনগর থানায় অভিযোগ করি।
ভিকটিম মাদ্রাসাছাত্র জানান, শিক্ষক আনোয়ার হুসাইন দীর্ঘদিন ধরে বলাৎকার করে আসছেন। কারো কাছে বললে হত্যার হুমকি দিতেন তাই ভয়ে বলেনি।
অভিযুক্ত শিক্ষক আনোয়ার হুসেন বিজয়নগর থানার রসুলপুর গ্রামের বাসিন্দা মো. তৌহিদুল হক এর ছেলে।
এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক জানান, অভিযুক্ত শিক্ষক আনোয়ার হুসাইনকে নবীনগর বাজার এলাকা থেকে গ্রেফতার করে থানা হাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা