বাবুল খান মুন্না, সিলেট: সিলেটে নর্থইস্ট নার্সিং কলেজের অধ্যক্ষ’র পদত্যাগ ও হোস্টেলের সুযোগ-সুবিধা বৃদ্ধি, ধর্মীয় স্বাধীনতাসহ বিভিন্ন দাবিতে গত ৪ দিন ধরে আন্দোলন করছে হাসপাতালের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
কলেজ কর্তৃপক্ষ শান্তি-শৃঙ্খলা রক্ষা নার্সিং কলেজ বন্ধ ঘোষণা করেছেন। শিক্ষার্থীদেরকে শনিবারের মধ্যে হোস্টেল ছেড়ে নিজ নিজ বাড়িতে যাওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
নার্সিং শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের জন্য কলেজ কর্তৃপক্ষ ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। কমিটির মধ্যে রয়েছে প্রফেসর ডা: এএফএম নাজমুল ইসলাম, প্রফেসর ডা: হামিদা খাতুন, ডা: তাহমি ইকবাল রাব্বি, মিসেস ইলা সিনহা। এই কমিটি আগামী ২ সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন।
জানা যায়, নর্থইস্ট নার্সিং কলেজের অবস্থা দেশের মধ্যে সবচেয়ে বেশ ভালো। তাই কিছু বহিরাগত কলেজে এসে বর্তমান ছাত্রদের উস্কানি দিয়ে আন্দোলন শুরু করেছে। গত বৃহস্পতিবার আন্দোলনকারীরা মালিকপক্ষের একজন ব্যক্তি এবং একজন ডাক্তারকে হেনস্তা করছে। এই খবর পেয়ে মেডিকেল শিক্ষার্থীরা এগিয়ে গেলে বহিরাগতের সহযোগিতায় নার্সরা মেডিকেল শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এতে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আইন-শৃঙ্খলার বাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
নর্থ ইস্ট নার্সিং কলেজের অধ্যক্ষ ড: গোল বদন বলেন, শিক্ষার্থীদের দাবি ছিলো ভাইস প্রিন্সিপালের পদত্যাগ। তাৎক্ষণিক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে বুধবার রাতেই তাদের দাবি বাস্তবায়ন করা হয়। কিন্তু বৃহস্পতিবার সকালে কিছু বহিরাগতের মদতে তারা নর্থইস্ট নার্সিং কলেজের অধ্যক্ষ, কোষাধ্যক্ষ আকমল, সহকারী অধ্যক্ষ সুলেখা আক্তার এবং শিক্ষক জাকিরুল ইসলাম এর পদত্যাগ দাবি করে আন্দোলন শুরু করে। এ সময় তারা মালিকপক্ষের একজন ব্যক্তি এবং একজন ডাক্তারকে হেনস্তা করেন। এ খবর পেয়ে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এগিয়ে গেলে তাদের উপর হামলা চালায়।
এ ব্যাপারে নর্থইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও নর্থ ইষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, বুধবার রাতে নর্থ ইস্ট নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করে। খবর পেয়ে রাতে গিয়ে আমি তাদের দাবিগুলো শুনি এবং রাতেই নার্সিং কলেজের ভাইস প্রিন্সিপালকে পদত্যাগ করানো হয়। কিন্তু সকালে এই কলেজেরই প্রাক্তন যারা বাইরের বিভিন্ন নার্সিং কলেজের বর্তমান শিক্ষক ও বিভিন্ন পেশায় আছেন তারা কলেজে এসে বর্তমান ছাত্রদের উস্কানি দিয়ে আবারও আন্দোলন শুরু করে। কারণ বাইরের নার্সিং কলেজের থেকে বর্তমানে নর্থ ইস্ট নার্সিং কলেজের অবস্থা বেশ ভালো।
তিনি আরো বলেন, আমি আন্দোলনকারীদের সাথে কথা বলে দাবিগুলো শুনে আশ্বাস দিয়েছি কলেজের স্বার্থ রক্ষা করে তাদের দাবিগুলো পূরণ করা হবে। যৌক্তিক দাবি বাস্তবায়নের লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে।
তিনি জানান, নর্থ ইস্ট নার্সিং কলেজের অধ্যক্ষ ড: গোল বদন এর দক্ষ পরিচালনার মাধ্যমে ৯ জন শিক্ষার্থী দিয়ে শুরু হওয়া এই কলেজে বর্তমানে ১২০০ শিক্ষার্থী অধ্যয়নরত আছেন। ইতিমধ্যে শতাধিক শিক্ষার্থী দেশে বাইরে দক্ষতার সাথে পেশা নিয়োজিত রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা