আতিকুর রহমান, কুড়িগ্রাম উত্তর: কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঘুষের টাকা ফেরত পেতে ইউনিয়ন ভূমি অফিস ঘেরাও করেন স্থানীয় লোকজন ও ভুক্তভোগীরা।
তথ্য সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে কেদার ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ রাসেল আহমেদ দলীয় প্রভাব খাটিয়ে অনিয়মিত অফিস করতেন। এছাড়াও খাজনা খারিজে নিয়ম বহির্ভূত ঘুষের টাকা গ্রহণ করতেন। এতে করে মানুষ অতিষ্ঠ হয়ে পড়ে।
এক পর্যায়ে সে নিয়মিত অফিস না করার কারণে সাধারণ গ্রাহকদের হয়রানি বৃদ্ধি পায়। আজ বুধবার ২১আগষ্ট মোহাম্মদ রাসেল আহমেদ অফিসে গেলে সংবাদ পেয়ে স্থানীয় লোকজন ও ভুক্তভোগী তার নিকট ঘুষের টাকা ফেরত দাবি করেন।
এক পর্যায়ে জনগণের উপস্থিতি বৃদ্ধি পেলে কচাকাটা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও স্থানীয় মহতগণ তাকে নিরাপত্তা দেয় এবং উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ জানায়, উপস্থিত ছাত্রদের কথা শুনেছি এবং অভিযুক্ত ইউনিয়ন ভূমি কর্মকর্তা সচিব বরাবরে পদত্যাগপত্র দেয়।
এছাড়াও অভিযুক্ত মোহাম্মদ রাসেল আহমেদ উপস্থিত বিভিন্ন গ্রাহকদের কাছ থেকে অবৈধভাবে নেয়া প্রায় ১৩ লাখ টাকা ফেরত দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে বলে জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা