আতিকুর রহমান, কুড়িগ্রাম উত্তর: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ বহুমুখী বিদ্যালয়ের অবৈধভাবে ভূয়া নিবন্ধন দিয়ে স্কুলে অনেক নিয়োগ দিয়ে আসছে নুর ইসলাম । তার অপসারণ ও শাস্তির দাবীতে মানববন্ধন করেছে অত্র প্রতিষ্ঠানের প্রাপ্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থী তাদের সাথে সহমত পোষণ করেছে অভিভাবক গণ ।
বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সকালে নাখারগঞ্জ স্কুল গেট এবং বাজারে এলাকাবাসী ও শিক্ষার্থীদের আয়োজনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন হয়। আমাদের প্রতিনিধি মো : আতিকুর রহমান স্কুলের সহকারী শিক্ষকদের সাথে কথা বলতে গেলে তারা প্রধান শিক্ষকের ভয়ে কথা বলতে রাজি হননি।
মানববন্ধনে আসা বক্তারা বলেন, আমরা এই শিক্ষকের অত্যাচারে কয় একবছর থেকে অতিষ্ঠ। গত রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সিব্বির আহমেদ কে স্মারকলিপি দিলেও এখনো কোন পদক্ষেপ নেয়নি।
মানববন্ধনে বক্তব্য দেয়, অভিভাবক -আব্দুর রাজ্জাক, প্রাপ্তন শিক্ষার্থী
ওসমান গনি,বর্তমান শিক্ষার্থী রিফাত ও সুরাইয়া অক্তার শিমু।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সিব্বির আহমেদ বলেন, আমাকে ওই শিক্ষকের বিষয়ে ইতিপূর্বে অবগত করেছে এবং তারা আজ মানববন্ধন করেছে সেটাও আমাকে অবগত করেছে। প্রধান শিক্ষকের ব্যাপারে তদন্ত সাপেক্ষে সিন্ধান্ত গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা