মো. রাশেদুল ইসলাম কচাকাটা (কুড়িগ্রাম): কুড়িগ্রামের নাগেশ্বরীতে লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলে। পরে বিকাল সাড়ে ৫টায় ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার নির্বাচনে বিজয়ীর নাম ঘোষণা করেন।
নির্বাচনে ট্রাক প্রতীক নিয়ে কামাল উদ্দিন ৭৮ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ছাতা প্রতীকে পেয়েছেন ৫০ ভোট। অপরদিকে দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে মো. নুর ইসলাম ৭৪ ভোটে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আবু তাহের মই প্রতীকে পেয়েছেন ৬৫ ভোট। এছাড়াও হরিণ প্রতীক নিয়ে ৮২ ভোট পেয়ে সহ-সভাপতি পদে শফিকুল ইসলাম, কলম প্রতীকে ৯০ ভোট পেয়ে দপ্তর সম্পাদক পদে শহিদুল ইসলাম এবং উড়োজাহাজ প্রতীক নিয়ে ১১৮ ভোট পেয়ে প্রচার সম্পাদক পদে আব্দুল কাদের নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, নাগেশ্বরী উপজেলা বিএনপি এবং বণিক সমিতির সাবেক সভাপতি নুরুন্নবী দুলাল। এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, হাসনাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ দুলাল এবং শাহিনুর রহমান স্বপন।
এছাড়াও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষায় থানা পুলিশ ও আনছার সদস্যরা দায়িত্ব পালন করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা