মো. রাশেদুল ইসলাম, কচাকাটা (কুড়িগ্রাম): কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার যোগাযোগ সমস্যায় সংকুল পূর্বাঞ্চলে জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে কচাকাটা থানায় একটি এ্যাম্বুলেন্স উপহার হিসেবে প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫ টায় কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা এই এ্যাম্বুলেন্সটি প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, উপজেলা সহকারী ভূমি কমিশনার মো. মাহমুদুল হাসান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ডা. মো. জাহিদুর রহমান পলাশ।
বক্তারা তাদের বক্তব্যে জানান, নাগেশ্বরী উপজেলার পূর্ব অংশে নদী দ্বারা বিচ্ছিন্ন এলাকা হওয়ায় স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা পেতে সমস্যার সম্মুখীন হচ্ছিল। এই এ্যাম্বুলেন্স প্রদান এলাকার স্বাস্থ্য সেবা উন্নয়নের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।
বক্তারা আরও উল্লেখ করেন, এই উদ্যোগটি জনগণের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং জরুরি মুহূর্তে সময়মতো সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
কচাকাটা থানার অধীনস্থ জনগণ এ উদ্যোগের জন্য জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা