মোঃ রাশেদুল ইসলাম, কচাকাটা (কুড়িগ্রাম): কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বাংলাদেশ শিক্ষক সমিতি (BTA) নাগেশ্বরী শাখার ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। ২৫ জানুয়ারি নির্বাচনটি অনুষ্ঠিত হয় নাগেশ্বরী আদর্শ বালিকা বিদ্যালয়ে।
সকাল ১০ ঘটিকা থেকে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত উপজেলার মাধ্যমিক স্তরের বেসরকারি বিদ্যালয়ের ১,১১৫ জন ভোটারের মধ্যে ১,০৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
মটর সাইকেল প্রতীক নিয়ে নাগেশ্বরী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম ৫৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাতা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা নাগেশ্বরী ডি এম একাডেমীর প্রধান শিক্ষক কে এম আনিছুর রহমান পেয়েছেন ৫০৩ ভোট।
চেয়ার প্রতীক নিয়ে কচাকাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান ৬৮৬ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, মাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা সুবলপাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস শফিক পেয়েছেন ৩৬৪ ভোট।
বই প্রতীক নিয়ে ইষ্ট রামখানা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল ইসলাম ৬০৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ঘোড়া প্রতীক নিয়ে ডায়নারপার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন পেয়েছেন ৪৩৫ ভোট।
নির্বাচনটি সুষ্ঠু, নিরপেক্ষ ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানান আয়োজকরা। নবনির্বাচিত কমিটির প্রতি সমিতির সদস্যরা আশা প্রকাশ করেন যে, তারা শিক্ষকদের অধিকার রক্ষায় এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করবেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা