পিরোজপুর প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের নাজিরপুরে জনমত গড়ে তুলতে সমাবেশ করেছে বিএনপি।
উপজেলার দেউলবাড়ী দোবড়া, দীর্ঘা ও কলারদোয়ানিয়া ইউনিয়ন বিএনপির যৌথ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেলে গাওখালী স্কুল ও কলেজ মাঠে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সরোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান দুলাল, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য এম. আনোয়ারুল ইসলাম পলাশ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আবু হাসান খান, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ফরাজী, মো. তাওহীদুল ইসলাম, যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান রিপন, ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ লিলন, সদস্য সচিব হাফিজুর রহমান লায়েক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, ছাত্রদলের আহ্বায়ক শামীম হাসান, কলারদোয়ানিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এনায়েত করিমসহ অন্যরা।
বক্তারা বলেন, "ফ্যাসিস্ট সরকার বিদায় নিলেও তাদের সহযোগীরা এখনো সক্রিয়। এদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।" তারা আরও বলেন, "স্বাধীনতাকে হুমকির মুখে ফেলার অপচেষ্টা রুখে দিতে হবে। সহিংসতা, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।"
বক্তারা তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র মেরামতের ৩১ দফাকে দেশের ভবিষ্যতের রূপরেখা হিসেবে উল্লেখ করে বলেন, এই কর্মসূচি বাস্তবায়নের জন্য দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ আসাদুজ্জামান, কালা বিশ্বাস ও মাহবুবুর রহমান শানু।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা